ছুটির দিন হলেও ঢাকার বাতাসে কোনো স্বস্তি নেই। আজও রাজধানীর বাতাস রয়েছে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের দেওয়া তথ্যে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে।
সকাল ৯টা ১৬ মিনিটে প্রকাশিত সূচকে ঢাকার একিউআই স্কোর ছিল ১৬০, যা একে বিশ্বের তৃতীয় দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত করেছে। এর আগে রয়েছে সেনেগালের ডাকার (২৭৫ স্কোর) এবং পাকিস্তানের লাহোর (১৬৩ স্কোর)। ঢাকার এ দূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে, যা শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
আইকিউএয়ার অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এই স্তরের বায়ুদূষণ শিশু, প্রবীণ, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে না যাওয়ার এবং শারীরিক কার্যকলাপ সীমিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার দূষণের মূল কারণগুলোর মধ্যে রয়েছে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, কলকারখানার বর্জ্য এবং জ্বালানি পোড়ানো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে অধিকাংশ মৃত্যু ঘটে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের সমস্যার কারণে।
দূষণের মাত্রা কমাতে পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতাও জরুরি বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা।
আরআর/টিএ