পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!

ঢাকাই চলচ্চিত্রের জগতে লাস্যময়ী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তাকে বলা হয় দুই প্রজন্মের নায়িকাও! নব্বই দশকের শেষের দিকে শুরু তার রঙিন দুনিয়ার পথচলা। এরপর কেটে গেছে প্রায় আড়াই যুগ। এখনও সেই চিরচেনা রূপ ধরেই পর্দা কাঁপাচ্ছেন এই নায়িকা।
 
এখন যদিও অভিনয়ে খুব একটা নিয়মিত নন পূর্ণিমা। তবে সম্প্রতি কিছু ওয়েব কনটেন্ট এ কাজ করেছেন তিনি। এছাড়াও শোবিজের নানা কাজে অংশ নিতে দেখা যায় তাকে; ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত থাকেন নায়িকা।

অবশ্য নিজের ব্যক্তিজীবন বর্ণিল করেই রেখেছেন পূর্ণিমা। তাকে নিয়ে নেই কোনো সমালোচনা কিংবা বাড়তি কথা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী। নিয়মিত তাদের কাছে নিজেকে ধরা দেন, ভক্তরাও নায়িকাকে ভরিয়ে দেন ভালোবাসায়। বিশেষ করে তার অপরিবর্তিত রূপের প্রশংসা করেন ভক্তরা, বয়স ধরে রাখা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, কেউ কেউ আবার আফসোসও করেন।
 
নানা সাজ-পোশাকে নিজেকে মেলে ধরেন পূর্ণিমা। বৃহস্পতিবার এমনই কিছু নতুন লুকে ধরা দিলেন নায়িকা। তবে এদিন বেশ সিম্পল বেশভূষায় ছিলেন। পরেন লাইট ব্লু স্যালোয়ার; সঙ্গে সাদা ওড়না। বিভিন্ন পোজে নিজেকে ক্যামেরাবন্দি করেন, সঙ্গে দেন মিষ্টি হাসি।
 
পুর্ণিমাকে ভক্তরা যতবারই দেখেন, ততবারই যেন তারা বিস্ময়ের বনে যান। নায়িকার পোস্টে এক নেটিজেন আফসোস প্রকাশ করে মন্তব্য করেন, 'ছোট থেকে দেখে আসছি আপনাকে, একইরকম। আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি সেই বয়সেই পড়ে আছেন।' একইভাবে আরেকজনের মন্তব্য, ছোটবেলার ক্রাশ, এখনও কত সুন্দর আপনি। আরেক নেটিজেন লিখেছেন, 'সিম্পলের ওপর সুন্দর লাগছে।'

‘পূর্ণিমা’ নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন ২০০৩ সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ ছবি দিয়ে। এরপর ও ২০০৬ সালে নির্মাতা এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’- এই দুটি ছবিতেই পূর্ণিমার অভিনয় মন কাড়ে দর্শকের। সে থেকে বাংলা ছবির ইতিহাসে এখনও দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা।



এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025