নতুন নাটকীয়তায় ফ্লোরেন্স পুগ

‘ডুন পার্ট ২’-এর দারুণ সাফল্যের পর, বহুল আলোচিত ‘ডুন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডুন: মেসিয়াহ’-তে আবারও দেখা যাবে ফ্লোরেন্স পুগকে। রাজনীতি ও কূটচালে দক্ষ প্রিন্সেস ইরুলান চরিত্রে তার আগমন আগের কিস্তিতেই চমক সৃষ্টি করেছিল। এবার সেই চরিত্রে আরও জটিল ও গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন তিনি।

সম্প্রতি এক মার্কিন গণমাধ্যমের সাক্ষাৎকারে ফ্লোরেন্স পুগ জানিয়েছেন, ডুন মহাবিশ্বে তার চরিত্রের যাত্রা কেবল শুরু হয়েছে। তিনি সরাসরি কোনো কাহিনি ফাঁস না করলেও তার কথায় ইঙ্গিত পাওয়া গেছে, ভবিষ্যতের কিস্তিতে প্রিন্সেস ইরুলানের প্রভাব অনেক গভীরভাবে পর্দায় ফুটে উঠবে।

‘ডুন পার্ট ২’-তে দেখা যায়, ইরুলান রাজকীয় কর্তব্যে বাধ্য হয়ে পল আত্রেইডিসকে (টিমোথি শ্যালামে) বিয়ে করতে রাজি হন, যদিও তিনি জানতেন পলের হৃদয় রয়েছে চেনি (জেনডায়া) । এই রাজনৈতিক বিয়ের মধ্যেই তার চরিত্রের কৌশল ও ভিন্নতা ধরা পড়ে। ফ্লোরেন্সের কথায় স্পষ্ট যে, এই নাটকীয় সম্পর্কটি ভবিষ্যতের কাহিনিতে বড় ভূমিকা রাখতে চলেছে।

‘ডুন: মেসিয়াহ’-তে মূল কাস্টের বেশিরভাগই ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে এক চমকপ্রদ ঘোষণা। জানা যায়, ডানকান আইডাহো চরিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন জেসন মোমোয়া। যদিও তাকে দ্বিতীয় কিস্তিতে দেখা যায়নি, তবে তার ফিরে আসার খবর ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

এ ছাড়া রবার্ট প্যাটিনসনকে একজন প্রধান ভিলেন চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে, যদিও নির্মাতার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।আগের দুই কিস্তির মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলেনিউভ। যদিও ছবির মুক্তির নির্দিষ্ট দিন এখনো প্রকাশ করা হয়নি, তবে হলিউড সূত্র বলছে, ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পেতে পারে ‘ডুন: মেসিয়াহ’।

ডুন মহাবিশ্বের এই পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, পল, চেনি, ইরুলান ও ডানকানের ভবিষ্যৎ যাত্রা কেমন নাটকীয় মোড় নেয়।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025