আর্জেন্টাইন কোচ রামন দিয়াজকে দল থেকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ক্লাব । ২০২৫ সালের শুরুতে তার পারফরম্যান্সে হতাশ হয় ব্রাজিল। ফ্লুমিনেন্সের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়ার পরই তাকে দল থেকে বাদ দেওয়া সিদ্ধান্ত নিলো করিন্থিয়ানস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দল কতৃপক্ষ ।
চলতি বছরে ঘরোয়া ক্লাব প্রতিযোগিতা ব্রাজিলিয়ান সিরিআ-তে ৪ ম্যাচে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করে ক্লাবটি এবং টেবিলে তাদের অবস্থান ১৪তম । রামন দিয়াজ ২০২৫ সালের মার্চের শেষদিকে পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছিলেন করিন্থিয়ানসকে। কিন্তু ব্রাজিলের শীর্ষ লিগে তার পারফরম্যান্সে খারাপ হওয়ার কারণে কঠিন পরিণতি ভোগ করতে হলো দিয়াজকে। সর্বশেষ ফ্লুমিনেন্সের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় দিয়াজের দল। এরপরই অবাক করে দেওয়া সিদ্ধান্ত নিলো দলটি। কোপা সুদামেরিকানায় খারাপ পারফরম্যান্সের কারণে দিয়াজকে বাদ দেওয়ার হয়।
করিন্থিয়ানস এক বিবৃতিতে বলেছে, রামন দিয়াজকে দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাবের পরিচালনা পর্ষদ তার ক্লাবের প্রতি অবদানের জন্য ধন্যবাদ জানায়। এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানায়। ৬৫ বছর বয়সী এই কোচ ২০২৪ সালের জুলাইয়ে করিন্থিয়ানসে যোগ দেন। এবং তার প্রথম মৌসুমেই দলকে অবনমন থেকে রক্ষা করেন ও ২০২৫ পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে সাহায্য করেন।
করিন্থিয়ানসের অনূর্ধ্ব-২০ দলের কোচ অরলান্ডো রিবেইরো সিনিয়র দলের অনুশীলন পরিচালনা করবেন বলে জানিয়েছে ক্লাবটি। এখন পর্যন্ত অন্য কোনো কোচের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও জানায় তারা।
এসএম/টিএ