নিখোঁজের তিন মাস পর মিলল জাপানি অভিনেতার নিথর দেহ

জাপানের তরুণ অভিনেতা মিজুকি ইতাগাকি আর নেই। মাত্র ২৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে নিখোঁজ হন তিনি। দীর্ঘ প্রায় তিন মাস পর টোকিও শহর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মিজুকির মৃত্যুর বিষয়টি তার পরিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।

পরিবার জানায়, গত বছর থেকেই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন মিজুকি। এই মানসিক চাপই তাকে নিখোঁজ হওয়ার পথে ঠেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার পর তার খোঁজে ব্যাপক তল্লাশি চালায় টোকিও পুলিশ। শেষমেশ তার লাশ পাওয়া গেল।

বিবৃতিতে পরিবার লিখেছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মিজুকি ইতাগাকি একটি দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। যারা তাকে ভালোবেসেছেন, যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’

বিবৃতিতে বলা হয়েছে, মিজুকি সবসময় চেয়েছিল তার অভিনয়ের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে। সে ধীরে ধীরে কাজে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আকস্মিক বিদায়ে আমরা স্তব্ধ হয়ে গেছি।

জাপানি বয়ব্যান্ড এম এলকে (M!LK)-এর সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মিজুকি। পরে অভিনয় ও মডেলিং-এ নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তার উষ্ণ ব্যবহার ও আত্মনিবেদন তাকে খুব অল্প সময়ে জনপ্রিয় করে তোলে।

অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার পরিবার বলেছে, আপনারা তাকে জীবনের প্রতিটি ধাপে ভালোবেসেছেন। আমরা দুঃখিত, আপনাদেরকে যথাযথ বিদায় জানাতে পারিনি। মিজুকি এবং তার কাজকে মনে রাখবেন, এটাই আমাদের অনুরোধ।

এই উদীয়মান তারকার অকালপ্রয়াণে শোকাহত তার ভক্তরা। মঞ্চের আলো নিভে গেলেও, মিজুকির স্মৃতি ও কর্ম থেকে যাবে কোটি ভক্তের হৃদয়ে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025