শাহরুখকে নিয়েও কুকথা রটেছিল : ইমরান হাশমি

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ নিয়ে আলোচনা চলছে তুঙ্গে। বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পেলেও, ইতিমধ্যেই ১০০ কোটির ঘর ছুঁয়েছে সিনেমাটি। তবুও থেমে নেই কটাক্ষ ও সমালোচনা। সালমানের ক্যারিয়ার নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

এমন সময় ভাইজানের পাশে দাঁড়ালেন সহঅভিনেতা ইমরান হাশমি। সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, “সালমান আবার স্বমহিমায় ফিরবেন।” ‘টাইগার’খ্যাত ইমরান মনে করছেন, সাময়িক ব্যর্থতা কোনো তারকার সামগ্রিক সফলতা ম্লান করতে পারে না।

সম্প্রতি নিজের নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরান হাশমি। সেখানেই ‘সিকান্দার’ সালমানের ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ইমরান দাবি করেন, “আমার বিশ্বাস, নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সালমান খান আবার বাউন্স ব্যাক করবেন।” একই সঙ্গে তিনি বলেন, “সালমান খানের সঙ্গে সম্প্রতি কথাও হয়নি। কিন্তু উনি তো এতো দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, উনি জানেন সবকিছুরই ওঠাপড়া থাকে। দশ বছর আগে মানুষ শাহরুখ খানের সম্পর্কেও একই ধরনের কুকথা বলেছিলেন। কিন্তু সেই সবটা ভুল প্রমাণিত হয়েছে।

শাহরুখ খান আবার স্বমহিমায় ফিরে এসেছেন। আমার ধারণা, ওরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক বেশি জানেন। অনেক বেশিদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাকে কাছ থেকে দেখেছেন। হয়তো বর্তমান সময়টা তাঁর হাতে নেই।”

এর পাশাপাশি ভাইজানের পক্ষ নিয়ে ইমরান বলেন, “সবসময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের একশো শতাংশ দেওয়ার পরও ছবি সফল হয় না। এর অর্থ তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়া নয়। বরং আমার বিশ্বাস সলমন তাঁর ক্যারিশ্মা আর স্ক্রিন প্রেজেন্সের জোরে সব সমালচনার জবাব দেবেন।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে এই একই বিষয়ে সালমানের হয়ে সুর চড়িয়েছিলেন আরেক বলি তারকা অক্ষয় কুমার। বন্ধু সালমানের স্টার পাওয়ারের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, “টাইগার এখনও বেঁচে আছে, আর থাকবেও (জিন্দা হ্যায় অউর রহেগা)। আর সালমানের মতো প্রাণোচ্ছ্বল ‘টাইগার’ জীবনে কখনও মরতে পারে না।”

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025