বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী রোববার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। প্রস্তুতি নিয়েই খেলতে এসেছেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে সেরাটা প্রদর্শন করতে তার দল মুখিয়ে আছে। শুক্রবার (১৮ এপ্রিল) সিলেটে সংবাদ সম্মেলন সফরকারী দলের প্রতিনিধি হয়ে আসেন উইলিয়ামস।
নিজেদের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। জিম্বাবুয়েতে আমরা গেমটাইম পেয়েছি অনেক। সেখানে পেসাররা বেশ ভালো করেছে। দলের মানসিক অবস্থা এবং পরিবেশ দারুণ। দুর্দান্ত যাচ্ছে সবকিছু।’
বাংলাদেশের কন্ডিশন নিয়ে উইলিয়ামসের ভাষ্য, ‘এখানে আমার অনেকবার সফর করা হয়েছে। অবশ্যই ঘুম, হাইড্রেশন এবং খাদ্যাভাস ঠিক রাখাটা বেশি জরুরি এখানে, এই প্রান্তে এসে। উইকেট নিয়েও আমাদের প্রস্তুতি চলছে। নেটে খেলা, নিজেদের খেলাটা ঠিক রাখা এবং মনোযোগ নষ্ট হওয়া থেকে দূরে থাকা এসব ব্যাপারই আসলে বেশি জরুরি।’
সফরকারী দলে সিলেটের পেসবান্ধব উইকেটে ভালো করার মতো বোলার আছে বলেও জানান উইলিয়ামস, ‘পিচ কিছুটা ভিন্ন লাগছে এবার। আগেরবার লো-স্লো এবং স্পিন সহায়ক মনে হয়েছিল। এবার ঘাস বেশি, পেস সহায়ক। পরিসংখ্যান বলছে এখানে প্রায় ৮০ শতাংশ সময়ে পিচ পেস সহায়ক থাকে। ফলে এবারও তাই থাকবে। আমাদের কিছু স্কিড বোলার আছে, ভালো দক্ষ বোলার আছে, ব্লেসিং (মুজারাবানি), ভিক্টর (নিয়াউচি) ও (ট্রেভর) গুয়ান্দু আছে। আশা করি ভালো লড়াই হবে।’
জিম্বাবুয়ে তেমন অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে আসেনি বলেও দাবি এই অলরাউন্ডারের, ‘আমাদের দলে ৪ জন (অভিজ্ঞ) আছে মাত্র, যারা উপমহাদেশে টেস্ট ম্যাচ খেলেছে। তবে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে, বাংলাদেশও ভালো প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় এখানে মানসিক ব্যাপার এবং মানিয়ে নেওয়ার বিষয়গুলো বেশি জরুরি হবে।’
আরএম/টিএ