জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থানার প্রধান ফটকের সামনে বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য। ঘটনার সময় তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এ ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজাদ হোসেন উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে থানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় উল্লাপাড়া পৌর জামায়াতের সদস্য হাফিজুরের নেতৃত্বে কয়েকজন অতর্কিত তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা মাথা কেটে জখম হয়েছে। এ ঘটনার প্রতিবাদে থানার সামনে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেছেন।

উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত নেতারা পৌর বাস টার্মিনাল থেকে টোল আদায় করে। তারা বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতির দখল নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দিই। এ ঘটনার জেরে আজ দুপুরে জামায়াত নেতা হাফিজুর, রাশেদ ও আল-আমিনসহ বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালায়। হাফিজুর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সঙ্গে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার জেরে আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে বিএনপি নেতাকর্মীরা ধরে থানায় নিয়ে গেছে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, জুমার নামাজ শেষে আজাদ হোসেন তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় তার পাশেই দাঁড়িয়ে ছিল ৪/৫ জন ছেলে। এ সময় কালো পাঞ্জাবি ও মাথায় টুপি পরা একটা ছেলে হঠাৎ আজাদ হোসেনকে ঘুষি মারে। নিজেকে রক্ষার্থে তিনি যখন দৌড় দেন, তখন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। যে আঘাত করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 20, 2025
img
‘আপা,চলেন প্রেম করি’এইভাবেই মুনমুনকে প্রস্তাব দেন জামিল Apr 20, 2025
img
দেশে ‘কেমন একটা অস্থিরতা চলছে’ : মির্জা ফখরুল Apr 20, 2025
img
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতিতে সামান্থা, বিয়ের গুঞ্জন Apr 20, 2025
img
ডলারের দরপতন, আস্থা হারাচ্ছে বিশ্ব? Apr 20, 2025
img
শেষ মুহুর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ Apr 20, 2025
img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025