পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদের শেষের দিকে গণমাধ্যমে এই কিংবদন্তির বার্সেলোনায় ফেরার আগ্রহ নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। এই তথ্যটি সত্য ছিল। কিন্তু মেসি জানিয়েছেন কিছু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মেসি স্বীকার করেছেন, তিনি সত্যিই তার শৈশবের ক্লাবে ফিরে যেতে চেয়েছিলেন।
সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরে যেতে চেয়েছিলাম। আমি সেখানে ফিরে যেতে চেয়েছিলাম, যেখানে আমি সবসময় থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত, তা সম্ভব হয়নি।’
এর পর মেসি সিদ্ধান্ত নেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার, ‘বার্সেলোনায় ফেরা যখন অসম্ভব হয়ে যায় তখন আমি এবং আমার পরিবার মায়ামি যাওয়ার সিদ্ধান্ত নিই।
এটা আমার জন্য পরিষ্কার ছিল যে বার্সা ছাড়া আমি ইউরোপের অন্য কোনো ক্লাবে খেলতে চাইনি।’
২০২১ সালে লা লিগার আর্থিক বিধিনিষেধের কারণে বার্সেলোনার সঙ্গে তার চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি, যার ফলে মেসিকে ক্লাব ছাড়তে হয়। এরপর তিনি পিএসজিতে যোগ দেন, কিন্তু
মন পড়ে ছিল বার্সেলোনাতেই। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে দ্বিতীয় মেয়াদে তার বার্সেলোনায় ফেরার সম্ভাবনা শোনা গিয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আলোর মুখ দেখেনি। পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপ জয়ী তারকা।
আরএম/টিএ