চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শাহ অহিদিয়াপাড়ার মাওলানা হাসেমের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
আগুনে দগ্ধরা হলেন, লায়লা বেগম (৭০) ও তার দুই ছেলে মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭)। লায়লা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইব্রাহিম ও শফিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।