গাজায় ইসরাইলের বর্বর হামলায় আবারও মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ‘’ইসরাইলের সরকার পাগল হয়ে গেছে। ফিলিস্তিনে অবিরত গণহত্যা চালাচ্ছে তারা। অসংখ্য নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে।‘’ এক বিবৃতিতে হামলার নিন্দা প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনে গাজার গণহত্যা নিন্দনীয়। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘চুপ থাকা’ আরও বেশি নিন্দনীয়।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তিনি আরও বলেন, এ হামলার প্রতিবাদ কেবল ধর্মীয় বিষয় না। কেবল মুসলমানদের বিষয় না। এটা একটি মানবিক ব্যাপার, সারা বিশ্বের ব্যাপার। এ হামলার ব্যাপারটি রাজনীতির ঊর্ধ্বে, মানবিকতার বিষয়।
এদিকে হামাসকে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরাইল। এতে ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ ইসরাইলি জিম্মিকে মুক্ত করার প্রস্তাব দিয়েছে দেশটি। তবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি চায়। তাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। সংগঠনটি বলেছে, তারা গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে অবশিষ্ট সব জিম্মিকেই মুক্ত করে দেবে। আর এ লক্ষ্যে একটি সমঝোতা নিয়ে অবিলম্বে আলোচনা করতেও তারা প্রস্তুত।
বর্তমানে হামাসের হাতে ৫৯ জন ইসরাইলি জিম্মি আটক রয়েছেন। এদের মধ্যে ২৪ জন জীবিত বলেও ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালিয়ে এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইল। আহত করেছে অন্তত এক লাখ ১৫ হাজারেরও বেশি মানুষকে। গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলের অমানবিক হামলা এখনো চলছে।
এসএম/টিএ