কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে এএইচএফ কাপ। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সোহানুর রহমান সবুজ।

কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে কখনও হারেনি। এই ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে সমতা ছিল। ফলে প্রথমবারের মতো দুর্বল কাজাখস্তানের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল বাংলাদেশের। যদিও শেষ দুই কোয়ার্টারে চার গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা স্বাভাবিক জয় নিয়েই মাঠ ছেড়েছে। ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোল দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন। ছয় মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা আনে কাজাখস্তান। দুই দলই সমতা নিয়ে মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের ৮ মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার বাংলাদেশকে এগিয়ে নেন। এক মিনিট পরই রাকিবুল ফিল্ড গোল করলে বাংলাদেশের ম্যাচে আধিপত্য নিশ্চিত হয়।

৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সোহানুর রহমান সবুজ আরেক গোল করলে স্কোরলাইন ৪-১ হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশ পেনাল্টি স্ট্রোক পায়। আশরাফুল গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী রোববার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের পাশাপাশি এশিয়া কাপের খেলাও নিশ্চিত করবে। এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।


আরএম/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
সরকারকে ১০ প্রস্তাবনা দিল শিল্পীরা Apr 19, 2025
img
‘সালমানের পড়তি ক্যারিয়ার’ নিয়ে মুখ খুললেন ইমরান হাশমি Apr 19, 2025
img
সবাই আমাকে দেখে বলে- আপা হর্ন তো বন্ধ হলো না: পরিবেশ উপদেষ্টা Apr 19, 2025
নাহিদ রানাকে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে বললেন শান্ত Apr 19, 2025
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে যা বললেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত Apr 19, 2025
বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও যে কারণে পারেননি মেসি Apr 19, 2025
মেসি খেলবেন, যদি শরীর বলে 'হ্যাঁ' Apr 19, 2025
img
মদের বোতল ভেঙে স্বামীকে কুপিয়ে প্রেমিককে ভিডিও কল Apr 19, 2025
img
নির্বাচন অবশ্যই হবে, তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে : আখতার হোসেন Apr 19, 2025
img
ট্রাম্প-মোদি-শি এসে সমস্যার সমাধান করবে না: মির্জা ফখরুল Apr 19, 2025