দীর্ঘ ২২ বছর পর আফগানিস্তানের শাসক দল তালেবানের ওপর থেকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা সরিয়ে নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত রায় ঘোষণা করে তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।
২০০৩ সাল থেকে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আসছিল রাশিয়া। সে অনুযায়ী তালেবান সদস্যদের সঙ্গে যোগাযোগ রাশিয়ায় ছিল ফৌজদারি অপরাধ। তবে তালেবান ২০২১ সালে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে মস্কো তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে ওঠে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রাশিয়া ও তালেবানের প্রতিনিধিদের বৈঠক ও সফরও হয়ে এসেছে।
গত বছর রাশিয়ার এক নতুন আইন অনুযায়ী, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন আদালতের হাতে। সেই আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হলো, যা রাশিয়া ও তালেবানের মধ্যে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক জোরদারের পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।
যদিও এখনো তালেবান সরকারকে কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবু আফগানিস্তানে কাবুলে চীন, ভারত, সৌদি আরব, কাতার, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস চালু রয়েছে। এমনকি ২০২৩ সালে চীন তালেবান প্রশাসনের অধীনে প্রথম রাষ্ট্রদূতও নিয়োগ করে।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সিদ্ধান্ত ভবিষ্যতে তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বড় ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে মধ্য ও দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।
এসএস