জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ নেতা

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রথম সারিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যা ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের নেতৃত্বাধীন কুমিল্লা জেলা আওয়ামী লীগের এই নেতা গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি এলাকায় ফিরে জামায়াতের কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন।

রফিকুল ইসলাম জানান, তিনি এখনও আওয়ামী লীগের পদে আছেন এবং পদত্যাগ করেননি। তিনি বলেন, মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করা প্রয়োজন, আর জামায়াত কর্মী জসিম উদ্দিনের মৃত্যুর পর তার গ্রামের সম্মেলনে উপস্থিত হতে তিনি সেখানে গিয়েছিলেন।

এদিকে, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন জানিয়েছেন, জামায়াতের সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই, তবে তিনি রফিকুল ইসলাম নামে কোনো ব্যক্তিকে চেনেন না এবং সৈয়দপুর গ্রামে এই নামে কোনো নেতা বা কর্মী নেই বলে মন্তব্য করেন।

এছাড়া, জামায়াত কর্মী জসিম উদ্দিন গত ২১ ফেব্রুয়ারি একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর পর জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নিহত কর্মীর পরিবারের জন্য মাসিক ভাতা ও একটি পাকা ঘর দেওয়ার অঙ্গীকার করেছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল ওই পরিবারের নতুন পাকা ঘর উদ্বোধন শেষে সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নান সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025