সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৪
মোজো ডেস্ক 01:43AM, Apr 19, 2025
খুলনায় পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে এক বাসায় ঢুকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমনের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিন, খুলনা সিটি কলেজের সাবেক ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ এবং সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী রিফাত পারভেজ রাফি।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাতে বয়রা আন্দিরপুকুর এলাকায় সুমনের বাসায় গিয়ে ডিবি পুলিশের পরিচয়ে চারজন প্রবেশ করে। পরে নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে তাকে অনলাইন জুয়া চালানোর অভিযোগে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। সুমন রাজি না হলে তাকে মারধর করে এবং ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।