❝সায়েন্স ফিকশন নয়, এবার বাস্তবেই দৌড়াবে শুক্রাণু!❞—এই স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্বের ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘স্পার্ম রেস’। ক্যালিফোর্নিয়ার হলিউডের প্যালাডিয়ামে অনুষ্ঠিতব্য এই ইভেন্টে অংশ নেবে মানব শুক্রাণু—খেলোয়াড় নয়, বরং জীবনের সূচনাকারী ক্ষুদ্র প্রাণীরা।
স্টার্টআপ কোম্পানি ‘স্পার্ম রেসিং’-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে আসবেন এক হাজারেরও বেশি দর্শক। অংশগ্রহণকারীরা খালি চোখে দেখা না গেলেও, আয়োজকদের দাবি—বিনোদনের ঘাটতি থাকবে না।
শুক্রাণুদের দৌড়ের জন্য নির্মাণ করা হয়েছে মাইক্রোস্কোপিক রেস ট্র্যাক, যা মানব দেহের প্রজনন পরিবেশ অনুকরণে বানানো। প্রতিটি রাউন্ডে দুইটি নমুনা প্রতিদ্বন্দ্বিতা করবে—যে শুক্রাণু আগে গন্তব্যে পৌঁছাবে, সে-ই বিজয়ী।
এই রেস হাই-ডেফিনিশন ক্যামেরায় সরাসরি সম্প্রচার করা হবে। থাকবে ধারাভাষ্য, রিপ্লে, পরিসংখ্যান—একদম পেশাদার ক্রীড়া প্রতিযোগিতার মতো।
গভীরতর উদ্দেশ্য হলো পুরুষ উর্বরতা হ্রাস নিয়ে সচেতনতা তৈরি করা। গবেষণায় দেখা গেছে, গত ৫০ বছরে বিশ্বজুড়ে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ৫০ শতাংশ কমে গেছে। আয়োজকদের আশা, এই ব্যতিক্রমী আয়োজন সমাজে আলোচনার সূচনা করবে।
‘স্পার্ম রেসিং’ ইতিমধ্যে পেয়েছে এক মিলিয়ন ডলার বিনিয়োগ। দর্শকরা পছন্দের ‘রেসার’কে সমর্থন করতে পারবেন এবং বাজি ধরার সুযোগও থাকছে।
এসএস