আদার জৈনের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন তারা সুতারিয়া। এক সময়ের লম্বা কেশও যেন তাঁর মনের বোঝা ছিল — কাটিয়ে দিলেন সেই অতীতকে চুল ছেঁটে। বদলে ফেললেন স্টাইল, বদলে ফেললেন নিজেকে। কিন্তু এই বদলের মধ্যেই তাঁকে ছুঁয়ে গেল নতুন প্রেম। বলিউডে জোর গুঞ্জন — এবার নাকি বীর পাহাড়িয়াকে মন দিয়েছেন তারা।
এই প্রেমের ইঙ্গিত প্রথম এসেছিল একটি ফ্যাশন শো থেকে — যেখানে হাত ধরে র্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে ও বীরকে। এরপর একসঙ্গে বান্দ্রার একটি রেস্তরাঁয় রাতের খাবারে গিয়েছিলেন তাঁরা। রেস্তরাঁ থেকে বেরিয়েছিলেন আলাদাভাবে, কিন্তু নেটিজেনদের তীক্ষ্ণ নজর বুঝিয়ে দিয়েছিল, তাঁদের আগমন একসঙ্গেই হয়েছিল।
তবে মঙ্গলবার রাতে সেই গুঞ্জনে যেন নিজেই সিলমোহর বসালেন তারা। বীর পাহাড়িয়া ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন — একটি প্রমোদতরণীর সামনে বসে রয়েছেন তিনি, ঢিলেঢালা শার্ট ও বক্সার পরে, মাথায় টুপি। কিছুক্ষণের মধ্যেই একই লোকেশন, একই সমুদ্রতট থেকে ছবি শেয়ার করেন তারা। ক্যাপশনে একটি হৃদয়ের ইঙ্গিত, কিন্তু কোথাও নেই বীরের ট্যাগ।
এই ছবি দেখেই নেটজনতা বুঝে যায় — একসঙ্গেই সময় কাটাচ্ছেন তাঁরা। এক সূত্র বলছে, গত দুই মাস ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এখন পরস্পরকে আরও ভাল করে জানার চেষ্টা চলছে।
তারা সুতারিয়ার এই প্রেমে ফিরতে চাওয়া যেন নতুন সাহসের প্রতিচ্ছবি। ভাঙনের পর নিজেকে গুছিয়ে নেওয়া আর নতুন ভালোবাসার জন্য জায়গা করে নেওয়া — বলিউডের এই প্রজন্মের নায়িকারা যেন আজ আর হার মানেন না।
এসএন