জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে একটি শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে দলটি।
শুক্রবার (১৮ এপ্রিল) এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দলের তৃতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠায় সভায় সর্বসম্মতিক্রমে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি শনিবার অথবা রোববারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এসএস
এছাড়া, সভায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্তও নেওয়া হয়।