জেমিনাই অ্যাপের লাইভ ভিডিও ও স্ক্রিন শেয়ারিং ফিচার এখন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। এই সুবিধাটি উন্মোচনের কয়েক সপ্তাহের মধ্যেই গুগল এ ঘোষণা দিল।
প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, বর্তমানে এই ফিচার পিক্সেল ৯ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ ব্যবহারকারীদের জন্য প্রাথমিকভাবে চালু হয়েছে। এছাড়া গুগল ওয়ান এআই প্রিমিয়াম পরিকল্পনার আওতায় থাকা অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও সুবিধাটি পাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তারা এই ফিচার আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত হয়েছে।
লাইভ ভিডিও ও স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ক্যামেরার সামনে থাকা জিনিস বা স্ক্রিনে প্রদর্শিত যেকোনো বিষয় সম্পর্কে জেমিনাইকে প্রশ্ন করতে পারবেন। যেমন, কোনো পোশাকের ছবি তুলে তার উপাদান সম্পর্কে জানতে চাওয়া কিংবা অনলাইনে দেখা কোনো গল্প বা শব্দের ব্যাখ্যা চাওয়া সম্ভব হবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জেমিনাই অ্যাপ-সক্ষম সব অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হবে। তবে ব্যবহারকারীর ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ বা তার ঊর্ধ্বতন ভার্সন থাকতে হবে এবং কমপক্ষে ২ জিবি র্যাম থাকতে হবে।
এসএস