ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে এম রাহিমের ‘জংলি’। সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ছবিটি প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের সবগুলো শো হাউসফুল দিচ্ছিল। তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও চেইন এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটছিল। ‘জংলি’ টিম থেকে বারবার শো বাড়ানোর দাবিও তোলা হয়।
দর্শক চাহিদায় মুক্তির দ্বিতীয় সপ্তাহে বাড়ে ছবিটির শো। এবার তৃতীয় সপ্তাহে শো বেড়ে তিনগুণ হলো।
শুক্রবার (১৮ এপ্রিল) থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ২১টি শো চলবে প্রতিদিন। এ ছাড়া যমুনা ব্লকবাস্টারে চার ও লায়ন সিনেমাসে তিনটি করে মাল্টিপ্লেক্সে মোট ২৮টি শো চলবে ‘জংলি’র, যা শুরু হয়েছিল মাত্র ১১টি শো দিয়ে।
শুধু মাল্টিপ্লেক্সেই নয়, সিঙ্গেল স্ক্রিনেও ‘বরবাদ’র পর শুক্রবার (১৮ এপ্রিল) থেকে সর্বোচ্চ হলে চলছে ‘জংলি’।
প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, মুক্তির শুরুতে ‘জংলি’ সিঙ্গেল স্ক্রিনে মাত্র তিনটি হলে চলেছে। আজ থেকে দেশের ২১টি সিঙ্গেল স্ক্রিনে একযোগে চলবে।
সিঙ্গেল স্ক্রিনের হিসেবে ‘বরবাদ’র পরই এখন ‘জংলি’র স্থান।
নির্মাতা এম রাহিমের ভাষ্য অনুসারে, ‘জংলি’ এখন প্রতিটি পরিবারের সিনেমা হয়ে উঠেছে। পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে ‘জংলি’ দেখে। আরো হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হবে জংলি।
‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। সিনেমায় গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।
আরআর/এসএন