‘দাগি’ শুধু সিনেমাই নয়, একটা অভিজ্ঞতা : মেহজাবীন

এবার ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে আফরান নিশোর ‘দাগি’। থ্রিলার ও রোম্যান্টিক ধাঁচের মিশেলের এই ছবিতে উঠে এসেছে প্রেম, ব্যর্থতা ও ভুলের মাশুল গোনার গল্প। শিহাব শাহীন পরিচালিত এই ছবিটি নিয়ে এখনও দর্শক উন্মাদনাও মন্দ নয়।

নেটিজেনদের মাঝে ছবিটি নিয়ে বেশ আলোচনা দেখা গেছে। অধিকাংশই বলছেন, আফরান নিশো ও শিহাব শাহীনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ এই ‘দাগি’। তবে শুধু দর্শকরাই নন, ‘দাগি’তে মজেছেন এদেশের অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকসহ শোবিজের অনেকেই; তাদের একজন পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সম্প্রতি ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন মেহজাবীন। আর ছবিটি দেখে সামাজিক মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী; সঙ্গে আপ্লুত হয়ে সিনেমার মূল কলাকুশলীদের প্রশংসাও করেন।

ছবির মূলে নিশানের চরিত্রে অভিনয় করা আফরান নিশো প্রসঙ্গে মেহজাবীন লেখেন, ‘আফরান নিশো, কী অসাধারণ অভিনেতা! তিনি শুধু অভিনয়ই করেন না, নিজেই চরিত্র হয়ে ওঠেন। তিনি নিশানের চরিত্রে এতটাই আবেগ এনেছেন যে আপনি তার অসহায়ত্বের প্রতিটি অংশ অনুভব না করে থাকতে পারবেন না। নিশো ভাইয়া সবসময়ই দুর্দান্ত বটে, কিন্তু এই অভিনয় ছিল অন্য লেভেলের। এমন পরিবর্তনে আমি গর্বিত না হয়ে পারছি না।’

তমা মির্জা প্রসঙ্গে মেহজাবীন লেখেন, ‘তার অভিনয়ে একটি নীরব শক্তি রয়েছে, যা আকর্ষণ করে। তমা সবসময় শান্ত ও ধারাবাহিকতার সঙ্গে থাকে। তার উপস্থিতি সেখানকার প্রতিটি দৃশ্যকে ভারী করে তুলেছে, সূক্ষ্মভাবে দর্শকদের মনোযোগ ধরে রেখেছে।’

সুনেরাহ প্রসঙ্গে মেহজাবীন লেখেন, ‘ছবিতে তাজা বাতাসের শ্বাস, অনায়াসে মনোমুগ্ধকর। আমি সত্যিই তার চরিত্রটির জন্য নিজেকে আগ্রহী করে তুলেছি।’

পরিচালক শিহাব শাহীন প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘একজন দক্ষ গল্পকার। দাগির গল্প, গতি এবং আবেগের পার্টগুলোর ওপর তার কাজ ব্যাপক প্রতিভার প্রমাণ দেয়।’

মেহজাবীন লেখেন, ‘দাগি শুধু একটি ছবি নয়; এটি একটি অভিজ্ঞতা। এটি এমন এক ধরণের সিনেমা যা আপনাকে গল্প বলার গুরুত্বকে মনে করিয়ে দেবে; যাতে রয়েছে শক্তিশালী প্লট, নানা চরিত্র এবং দুর্দান্ত অভিনয়। যদি আবেগে জড়িয়ে আপনার হৃদয়কে নাড়া দিতে চান, তাহলে হলগুলোতে যান এবং দাগি দেখুন।’

সবশেষ অভিনেত্রী লেখেন, ‘পুরো টিমকে অনেক অভিনন্দন! আপনারা সত্যিই বিশেষ কিছু তৈরি করেছেন!’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার Apr 20, 2025
img
চট্টগ্রামে পেট্রোলবোমা হামলায় দগ্ধ সিএনজির দুই যাত্রী Apr 20, 2025
img
সুপারহিট তামান্নার‘ওডেলা ২’সিনেমা সুপারফ্লপ Apr 20, 2025
img
অনাথ শিশুকে উদ্ধার, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন দিশা পাটানির বোন Apr 20, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Apr 20, 2025
img
শুনানির জন্য প্রস্তুত এ টি এম আজহারের আপিল, সোমবার উপস্থাপন Apr 20, 2025
img
পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়নের সুপারিশ Apr 20, 2025
img
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 20, 2025
img
বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস Apr 20, 2025
img
নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব? Apr 20, 2025