ছয় মাসের জন্য দূরদেশ কানাডায় পাড়ি দিচ্ছেন সত্তর দশকের জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা। কিংবদন্তি এ অভিনেত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তার একমাত্র সন্তান অনিক।
দীর্ঘদিন ধরেই কানাডায় বাস করছেন অনিক। দেশটির ইয়েল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে সেখানেই শিক্ষকতা করছেন। ছুটির ফাঁকে দেশে আসেন। মার সঙ্গে সময় কাটান। কখনও মাকে নিয়েই পাড়ি দেন উত্তর আমেরিকার উত্তরাংশের দেশটিতে।
বিদেশ ভ্রমণ প্রসঙ্গে ববিতা সংবাদমাধ্যমে বলেন, অনেক দিন হলো দেশে আছি। এবার ছেলের সঙ্গে কানাডায় সময় কাটাতে চাইছি। ওর কাজের ফাঁকে দেশটাতে ঘুরে বেড়াব। সেখানে আমার ভাই-বোনদের সঙ্গে দেখা করব। অনেকদিন হলো তাদের সান্নিধ্য পাই না।
ববিতা আরও বলেন, ঘুরে বেড়ানোর পাশাপাশি কিছু দায়িত্বও রয়েছে। আমি ডিসিআইআই এর শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি।
আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু ও নারীর উন্নয়নে কাজ করে। তাই যুক্তরাষ্ট্রে কিছু সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে।
১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতই অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন। ২০১৫ সালে নার্গিস আক্তার পরিচালিত সিনেমা ‘পুত্র এখন পয়সাওয়ালা’সর্বশেষ তাকে দেখা যায়।
ক্যারিয়ারে প্রায় তিনশ সিনেমায় অভিনয় করা এ কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার।
এমআর/টিএ/এসএন