জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ এবার আসছে চলচ্চিত্রের পর্দায়। কিংবদন্তি এই কবিতার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বনলতা সেন, যেখানে শিরোনাম চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে।
সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল, যিনি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ নিজেই লিখেছেন। কবিতার ভাবনাকে কেন্দ্র করে নির্মিত হলেও এটি একটি মৌলিক গল্পে তৈরি হয়েছে। বনলতার পাশাপাশি জীবনানন্দ দাশের চরিত্রটিও উঠে এসেছে ছবিতে, যেখানে কবির ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার।
ইতোমধ্যেই বনলতা সেন সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এখন চলছে মুক্তির প্রস্তুতি। এতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ এবং সুমাইয়া খুশি।
পরিচালক উজ্জ্বল জানান, “জীবনানন্দ দাশের মতো কবিকে নিয়ে সিনেমা বানানো একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে এটি এক গর্বের বিষয়। তাঁর প্রতি সম্মান জানাতেই এই প্রচেষ্টা।”
রূপসী বাংলার সৌন্দর্য, কবির নিঃসঙ্গতা আর বনলতা সেনের মতো রহস্যময় নারীর রূপ এবার নতুন আলোয় ধরা দেবে বড় পর্দায়।
আরআর/এসএন