আরসিবির হারে ক্ষুব্ধ বীরু: ‘কমন সেন্স দেখাতে পারলেন না বিরাটরা’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা ন্যূনতম কাণ্ডজ্ঞান বা কমন সেন্স দেখাননি । দায়িত্বজ্ঞানহীনের মতো একের পর এক শট খেলে উইকেট ছুড়ে এসেছেন। একজন ব্যাটসম্যানও ক্রিজে ঠিকমতো দাঁড়াতে পারেননি। যার নিট ফল ঘরের মাঠে পাঞ্জাবের হাতে লজ্জার পরাজয়।

এমন ভাষাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। একদা পাঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন। এখন রয়েছেন ধারাভাষ্যকার ও বিশ্লেষকের ভূমিকায়। যেখানে বসে আরসিবির গতকালের হতশ্রী পারফরম্যান্সকে তুলোধনা করেছেন তিনি। বিশেষ করে বিরাট কোহলি, রজত পাটিদারদের শট বাছাই ও আত্মঘাতী আউটকে সমালোচনায় সরব হয়েছেন।

সেহওয়াগ বলেন, ‘আরসিবি জঘন্য বাটিং করেছে। তাদের সবাই দায়িত্বহীনের মতো শট বাছাই করে উইকেট খুইয়ে এসেছে। একজন ব্যাটসম্যানও ভাল বলে আউট হয়নি। অন্তত একজনের কাণ্ডজ্ঞান কাজে লাগানো উচিত ছিল। যদি হাতে উইকেট থাকত তাহলে অনায়াসে ১৪ ওভারে ১১০ কি ১২০ রান তুলে ফেলা যেত। এটা ওদের লড়াই করার সুযোগও দিত।‘

প্রসঙ্গত, আরসিবি ইনিংসে ধস নামাতে অন্যতম ভূমিকা নেন পাঞ্জাবের বোলাররা। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত সিং এবং অর্শদীপ সিং। তিনজনই দুটি করে উইকেট নেন। তাঁদের কৃতিত্ব এতটুকু খর্ব না করেও সেহওয়াগ হারের জন্য দুষেছেন আরসিবি ব্যাটারদেরই। বলেছেন, ‘উইকেট অর্জন করা এবং পেয়ে যাওয়ার মধ্যে ফারাক রয়েছে।‘

এর পাশাপাশি ঘরের মাঠে বেঙ্গালুরুর লাগাতার অফ ফর্ম নিয়েও সরব হয়েছেন তিনি। বীরুর কথায়, ‘পাটিদারের উচিত এগিয়ে আসা। কোনও না কোনও সমাধানসূত্র বের করা। আরসিবি ঘরে জিতছে না। ওদের বোলাররা ভাল বল করছে। কিন্তু ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন এবং সেটা লাগাতার। এটা কেন হবে? টিমের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান পাবেন না, এটা মেনে নেওয়া যায়? কে সেটা সংশোধন করবে?’ প্লে-অফের টিকিট পাকা করতে গেলে এই প্রশ্নের উত্তর যত দ্রুত সম্ভব খুঁজে ফেলতে হবে বিরাটদের।


আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025