২০ দিনে শাকিবের বরবাদ আয় করল ৫০ কোটি ৮২ লাখ টাকা

এখনও পর্যন্ত ঢাকাই সিনেমায় সর্বোচ্চ আয়ের রেকর্ডটা দখলে রেখেছেন মেগাস্টার শাকিব খান। গত ঈদেই রায়হান রাফী নির্মিত ‘তুফান’ সিনেমার গ্রস কালেকশন ছিল ৫৬ কোটি টাকা।

নিজের রেকর্ড এবার নিজেই যেন ভাঙতে চলেছেন শাকিব। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ইতোমধ্যেই ৫০ কোটির আয় ছাড়িয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২০ দিনে গ্রস কালেকশন (টিকিট বিক্রির আয়) প্রায় ৫০ কোটি ৮২ লাখ টাকা।

এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছিল, মুক্তির প্রথম সাতদিনে বরবাদের গ্রস কালেকশন ছিল ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এর পরবর্তী ১৩ দিনে আরও ২৩ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।

যদিও বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশন নেই দেখে সিঙ্গেল স্ক্রিনে কত আয় হয়েছে, সেটা সঠিকভাবে তুলে ধরা যায় না। তবে মাল্টিপ্লেক্স থেকে কত আয় হয়েছে সেই পরিমাণটা জানা যায়। সবকিছু মিলিয়েই এখনও পর্যন্ত বরবাদের আয় ৫১ কোটি ছুঁয়ে ফেলেছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে একশ কোটির গণ্ডি ছুয়ে ফেলতে পারে? আপাতত শাকিবের এই সিনেমা নিয়ে তেমনটা প্রত্যাশা করলেও দিবাস্বপ্নের মতো কিছু হবে না, সেটা বলে দেওয়া যেতে পারে।
 
কারণ সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পেয়েছে বরবাদ। সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে চলছে। প্রযোজকরা আশা করছেন, সেখান থেকেও সিনেমার আয় ১০-১৫ কোটির মতো থাকতে পারে।

এছাড়াও ঈদুল আজহা পর্যন্ত মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনে বরবাদ ঝড় অব্যহত থাকবে। সেদিক থেকেও এই সিনেমার আয়ের ঝুলিতে আরও ২০-৩০ কোটি যোগ হতে পারে।
সবকিছু মিলিয়ে বরবাদের আয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025
img
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর Apr 20, 2025
img
বিচার বিভাগকে রাষ্ট্রের অন্য দুই অঙ্গের সমমর্যাদায় প্রতিষ্ঠিত করার পদক্ষেপ Apr 20, 2025