বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেলকে নিয়ে প্রায় সময়ই নানা আলোচনা থাকে নেটিজেনদের মাঝে। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। ৪৯ বছর বয়সেও নিজের স্টাইল ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। কিন্তু এবার দুবাইতে ছুটি কাটাতে গিয়ে কিছু নতুন ছবি সামনে আনেন আমিশা। আর সে থেকেই এবার সৃষ্টি হলো নানা জল্পনা।
সামাজিক মাধ্যমে বেশ সরব আমিশা প্যাটেল। মাঝে মধ্যেই নানা পোস্ট করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার সেখানেই একটি ছবি পোস্ট করলেন আমিশা। যেখানে সবুজ মনোকিনিতে নজর কাড়েন তিনি। আর ছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’
বিতে দেখা যাচ্ছে, আমিশার হাতে একটি ম্যাঙ্গো আইসক্রিম, খোলা চুলে, মাথায় টুপি ও চোখে সানগ্লাসে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন। তবে বিশেষভাবে চোখে পড়েছে তার পেট, যা দেখে কেউ কেউ ‘বেবি বাম্প’ বলে দাবি করেছেন। কেউ লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভুল?’ আবার অন্য একজন লিখেছেন, ‘হে ভগবান, বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা?’- এদ ধরনের নানা মন্তব্যে এখন আমিশাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে।
যদিও এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আমিশা। তবে মাঝে কিছুদিন জল্পনা ওঠে, নির্বাণ নামের ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী। এর আগে তাদের যুগলবন্দি এক ছবিতে দেখা যায়, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’।
এসএন