গাজার গণহত্যাকে যিশুর কষ্টের সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
মোজো ডেস্ক 10:15AM, Apr 20, 2025
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ১৮ মাসের সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। চলমান আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের ফলে মানবিক বিপর্যয়ে পড়েছে স্থানীয় জনগণ। এমন প্রেক্ষাপটে গাজার ফিলিস্তিনিদের দুর্দশাকে যিশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
শনিবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, হোলি উইক উপলক্ষে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেত্রো বলেন, “যিশুর প্যাশন ও মৃত্যুর এই সময়ে আসুন আমরা ফিলিস্তিনিদের কথা স্মরণ করি— যেই দেশ থেকে তিনি এসেছিলেন এবং যারা আজ এক রক্তাক্ত গণহত্যার শিকার।”
এই মন্তব্যটি তিনি করেছিলেন গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হোসাম আবু সাফিয়ার প্রসঙ্গ তুলে ধরা একটি পোস্টের জবাবে। জানা গেছে, ইসরায়েলি বাহিনীর হেফাজতে থেকে চরম নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট এর আগেও গাজায় ইসরায়েলের অভিযানে কড়া সমালোচনা করে একে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। তার দেশ বরাবরই ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দিয়ে আসছে।
এদিকে ইসরায়েল সরকার বারবারই গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তারা দাবি করেছে, কেবলমাত্র হামাসের “সন্ত্রাসীদের” লক্ষ্য করে তারা সামরিক অভিযান চালাচ্ছে এবং বেসামরিক মানুষ কিংবা চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে না।