ইতিহাস গড়ল ইমরানের ‘গ্রাউন্ড জিরো’

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নজির গড়ল ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’ ছবিটি। এক বিএসএফ জওয়ানের বীরত্বের কাহিনি অবলম্বনে নির্মিত ছবিটির প্রিমিয়ার হয়ে গেল ১৮ এপ্রিল শ্রীনগরে। যেখানে রাজনৈতিক ও পরিস্থিতিগত কারণে সারাবছরই চাপানউতোর চলতে থাকে, সেখানে মানুষের বিনোদনের জন্য আইনক্স চালু করে ইতিহাস গড়েছিল আঞ্চলিক প্রশাসন। এবার আরও একটি নতুন ইতিহাসের সাক্ষী হল উপত্যকার মানুষ। ৩৮ বছর পর কোনও হিন্দি ছবির প্রিমিয়ার হল কাশ্মীরে। একঝাঁক বিএসএফ জওয়ানের উপস্থিতিতে দেখানো হল ‘গ্রাউন্ড জিরো’ ছবিটি। বিনোদন জগৎ ও কাশ্মীর একযোগে এক নতুন ইতিহাস সৃষ্টি করল।

অ্যাকশন থ্রিলার ঘরানার ‘গ্রাউন্ড জিরো’ ছবিটি জম্মু-কাশ্মীরের প্রেক্ষাপটে এক বিএফএস জওয়ান নরেন্দ্রনাথ ধর দুবের জীবনের কাহিনি নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে নরেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ২০০১ সালে ভারতীয় সংসদভবন হামলা ও ২০০২ সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলায় অভিযুক্ত গাজী বাবাকে ধরার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্রনাথ। ২০০৫ সালে তিনি কীর্তিচক্রে সম্মানিত হন। এবার সেই বিএফএফ অফিসারের দেশাত্মবোধের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবেন ইমরান।

তেজস দেওস্কর পরিচালিত এই ছবিতে প্রথমবার কোনও সেনানায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। বলাই যায় নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নয়া অবতারে এই ছবিতে হাজির হয়েছেন অভিনেতা। শুক্রবার শ্রীনগরে প্রিমিয়ারে হাজির ছিল ছবির গোটা টিম। সেখানেই ইমরান বিষয়টিকে ‘আবেগপূর্ণ’ এবং ‘প্রতীকী’ হিসাবে বর্ণনা করেন। ইমরান বলেন, “আমার কাছে এটা একটা বড় দিন। ৩৮ বছর পর শ্রীনগরে রেড কার্পেটে কোন হিন্দি ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” এদিন আইনক্সে প্রিমিয়ারে ছবির টিমের সঙ্গে হাজির হয়ে ছবিটি দেখেছেন সীমান্তরক্ষী বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মকর্তারা এবং উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীর বীরত্বগাথা পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। ছবির ট্রেলারে ইমরানের লুক ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সাঁই তামহানকর। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে আগামী ২৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে ‘গ্রাউন্ড জিরো’।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025
img
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর Apr 20, 2025
img
বিচার বিভাগকে রাষ্ট্রের অন্য দুই অঙ্গের সমমর্যাদায় প্রতিষ্ঠিত করার পদক্ষেপ Apr 20, 2025
img
জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন বাখরখানির দোকান Apr 20, 2025