ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সীমিত পরিকল্পনা নিয়েছে ইসরায়েল—এমন দাবি করেছে দেশটির একাধিক কর্মকর্তা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিরোধিতা করছেন, তবুও তেল আবিব নিজস্ব উদ্যোগে হামলা চালাতে পারে বলে আভাস পাওয়া গেছে।
সূত্র জানায়, এর আগে ইসরায়েল একটি বৃহৎ পরিসরের হামলা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল। সেই প্রস্তাবে ওয়াশিংটনের অংশগ্রহণও আহ্বান জানানো হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেই পরিকল্পনায় সম্মতি দেননি।
গত ১৭ এপ্রিল ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাদের সামনে শান্তিপূর্ণভাবে বাঁচার সুযোগ আছে, মৃত্যু ছাড়াই। আমি সেটাই দেখতে চাই। এটাই আমার প্রথম পছন্দ।”
তবে তেল আবিবের সামরিক পদক্ষেপের এই ইঙ্গিত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তবুও ইসরায়েলের একক অভিযানের সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না।
এসএস/এসএন