বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা কার্যকর ভূমিকা রাখবে।”
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোট এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে পৃথক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “এই সরকারের বিরুদ্ধে আন্দোলন দরকার আছে বলে আমরা মনে করি না। সরকার যেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে, সেটাই আমাদের প্রত্যাশা। এ জন্যই আমরা মতামত জানাচ্ছি এবং আশা করি সরকার তা শুনবে ও বাস্তবায়ন করবে।”
বিএনপি নেতা আরও বলেন, “আমরাই এই সরকারকে বসিয়েছি। এখন আমরা চাই, তারা যেন গণতন্ত্র রক্ষায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেয়।”
এসএস/এসএন