রাজধানীতে ‘র’-এর স্টেশন হেড! জুলকারনাইনের পোস্টে হইচই

বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর একটি মন্তব্য ঘিরে এ বিতর্ক সামনে আসে।

এক রাজনৈতিক আলোচনায় হাসনাত বলেন, “'র'-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এদিকে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, বর্তমানে বাংলাদেশে 'র'-এর স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন রাজেশ কুমার অগ্নিহোত্রী, যিনি ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের কভারে কর্মরত রয়েছেন। তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের সরকার পরিবর্তনের পরও রাজেশ কুমার বাংলাদেশে রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন।

তবে এসব দাবির বিষয়ে এখনো সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রবাসী সাংবাদিকের দাবি অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। তবে এসব তথ্য কতটা নির্ভরযোগ্য, তা নিরপেক্ষভাবে যাচাই করা এখনও বাকি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি সংস্থার প্রভাব নিয়ে আলোচনা নতুন নয়। তবে এ ধরনের দাবির ক্ষেত্রে তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি।


এসএস/এসএন

Share this news on: