দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেয়া হবে না: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি জানান, পুরাতন যে সিস্টেম রয়েছে যখন ইচ্ছা তখন ৫-৬ মাস সময় নিয়ে অল্প সময়ে দ্রুত নির্বাচনের আয়োজন করে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করার সুযোগ ছাত্র জনতা দেবে না। নির্বাচন সংস্কার কমিটির প্রত্যেকটি রিপোর্ট হুবুহু অনুসরণ করে নিয়ম মেনে নির্বাচনে যেতে হবে বলেও জানান তিনি।

রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দফতরে বৈঠক শেষে এ কথা বলেন নাসীরউদ্দীন পাটওয়ারী।

এনসিপির এই নেতা বলেন, নির্বাচনী ব্যায়ের যে বিষয় রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। কমিশন তা করতে সম্মত হয়েছেন। নির্বাচনী ব্যায়ের বিধিমালাতেও তারা পরিবর্তন করবেন। নির্বাচনী ব্যায়ের ব্যাপারে কথা হয়েছে এবং অতীতে নির্বাচন নিয়ে যেসব মারামারি, অস্ত্রের ঝনঝনানি হয়ে এসেছে এসব থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে।

তিনি জানান, ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ না দেয়া এবং এ বিষয়ে ৩ মাস আগেই যাতে সিদ্ধান্ত দেয়া হয় এ বিষয়েও সম্মত হয়েছে কমিশন। হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার একটি ব্যবস্থা বাংলাদেশে চলে আসছিল। এ বিষয়ে বলা হয়েছে, হলফনামায় যদি কোনো প্রার্থী ভুল তথ্য দেয় ওই প্রার্থী যদি জয়ীও হয় সে যাতে শপথ নিতে না পারে। এ বিষয়েও সম্মত হয়েছে কমিশন।

প্রবাসীদের ভোট নিয়ে তিনি বলেন, গত ৫৩ বধরে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ বিষয়ে একটি কমিটি হয়েছে বলে জানিয়েছে ইসি। কমিটি একটি ডিজাইন করে কমিশনকে জমা দেবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হলে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভোটাধিকার পদ্ধতি প্রশ্নবিদ্ধ হবে।

রাজনৈতিক দলগুলোর বিষয়ে তিনি বলেন, বিগত সময়ে অনেক রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে পকেট ভারী করা হয়েছে। প্রত্যেক দল যাতে নির্বাচনের আগে রেজিস্ট্রেশন নবায়ন করে নির্বাচনে অংশ নিতে পারে।

নির্বাচনের তারিখ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, সিইসি এখনও পর্যন্ত এ নিয়ে কোনও কথা বলেনি। তবে নির্বাচন কার্যালয়-সংশ্লিষ্ট কেউ এ ব্যাপারে কথা বলে থাকতে পারে। বিষয়টি আমাদের জানা নেই। তারপরও আমরা বলবো, সরকারের পক্ষ থেকে কিছু বলার আগে যেন তারা এ বিষয়ে কিছু না বলেন। কারণ এতে বিভ্রান্তি হতে পারে।

এনসিপির নিবন্ধনেরর বিষয়ে তিনি বলেন, নতুন দল হিসেবে নিবন্ধন সংক্রান্ত আমাদের অনেক কাজ বাকি রয়েছে। অনেক জায়গায় আমাদের অফিস গোছানোর কাজ চলছে। আমরা চাই, আমাদের দলে যেন ফ্যাসিবাদের দোসরদের কেউ স্থান না পান। তাই আমরা সব যাচাই-বাছাই করে নিবন্ধন সম্পন্ন করতে চাই। এ জন্য গত ১৭ এপ্রিল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে নির্বাচন কমিশন বরাবর একটি চিঠি দিয়েছিলাম। বিষয়টি নিয়ে বিবেচনার কথা বলেছেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।

এসএম/টিএ

Share this news on: