'আপা চলেন প্রেম করি', এভাবেই মুনমুনকে প্রপোজ করেছিলেন জামিল বলে জানিয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনে ভোট দিতে গিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে তারা একথা জানান।
জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। চলতি বছরের ৬ এপ্রিল রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে কাটছে বলেও জানান তারা।
দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।
অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
এমআর/টিএ