বিজয়ের স্বপ্ন পূরণ: ৫০ সেঞ্চুরির মাইলফলকে গড়লেন ইতিহাস

২০১৪ সালের ৮ এপ্রিল, নিজের ডায়েরিতে লেখা একটি হলুদ চিরকুটে এনামুল হক বিজয় স্বপ্ন দেখেছিলেন ২০২৫ সালের মধ্যে ৫০টি সেঞ্চুরি করার।

আজ রবিবার (২০ এপ্রিল) সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে গিয়ে তিনি অপরাজিত ১১০ রানের ইনিংস খেলে স্বাগতিক লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে পরাজিত করেন। এই ইনিংসের মাধ্যমে বিজয় স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ।​

বিজয়ের এই ৫০টি সেঞ্চুরির মধ্যে রয়েছে ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে, ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচে এবং ৩টি টি-টোয়েন্টি ফরম্যাটে। এই অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন।

আজকের ম্যাচে তিনি অপরাজিত থাকেন ১১০ রানে, ১০টি চার এবং ১টি ছক্কার সুবাদে গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। রূপগঞ্জের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দলের অন্য দুই ব্যাটার তানজিদ হাসান তামিম (৬৮) ও সাইফ হাসান (৫২) দিয়েছেন গুরুত্বপূর্ণ অবদান।


 আরএম/টিএ   

Share this news on:

সর্বশেষ