একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্ব চায় বিএনপি

প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের সীমা চেয়ে নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটি বলছে, কেউ একটানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তবে এক মেয়াদ বিরতির পর পুনরায় দায়িত্ব পালনের সুযোগ রাখা যেতে পারে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। দুপুর ২টার দিকে মধ্যাহ্নভোজের বিরতিতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বিষয়টি জানান। পরে আবারও কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়টি নিশ্চিত করতে চান। তবে ভবিষ্যতে জনগণ চাইলে এবং দলের সিদ্ধান্তে একবার বিরতির পর একই ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখতে চান। তিনি প্রশ্ন তোলেন, বারবার একই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এমনটি ধরে নেওয়ার কারণ নেই, বরং তাঁরা একটি বিকল্প বা অপশন রাখতে আগ্রহী।

কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, একই ব্যক্তি সরকারপ্রধান, দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। তবে বিএনপি এই প্রস্তাবে একমত নয় বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাঁরা এই বিষয়টি ‘উন্মুক্ত’ রাখার প্রস্তাব করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যসহ অনেক গণতান্ত্রিক দেশে পার্টিপ্রধানই সরকারপ্রধান হন এবং এটি একটি গণতান্ত্রিক চর্চা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে নির্বাচিত করবে, তাদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে মনে করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদের বিষয়টি নেই। তবে, কমিশন স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথাগুলো যুক্ত করার যে প্রস্তাব দিয়েছে, তাতে বিএনপি একমত হয়েছে।

আরএ

Share this news on: