বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল : উমামা ফাতেমা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ করেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, এ ধরনের প্রচারণা আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।

রবিবার রাত ১০ টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

পারভেজের হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উমামা ফাতেমা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাসে সহিংসতার পেছনের বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি প্রভাবিত হয়েছে।

হত্যাকাণ্ডের তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী প্লাটফরমকে এ হত্যাকাণ্ডের মদদদাতা হিসেবে অভিযুক্ত করছে। আমরা এ অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, হামলার ঘটনার সিসিটিভির প্রথম যে ফুটেজ দেখা যায়, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনার দ্বিতীয় ফুটেজে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঘটনাস্থলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বনানী থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য হৃদয় মিয়াজি এবং সোহান উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে ছাত্রদলের তাওহীদ ও মিয়া জাহিদসহ অনেক সাধারণ শিক্ষার্থীও ছিলেন। সেই জায়গা থেকে এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে দায়ী করা এবং মিডিয়া ট্রায়াল করাকে অনৈতিক কাজ বলে মনে করি।

উমামা ফাতেমা বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে তা নিন্দনীয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককে তদন্তের আওতায় আনার দাবি জানাই।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
একাকীত্বের অনুভূতি জানালেন শাহরুখ খান , বললেন ‘আমি জীবিত আছি’ Apr 21, 2025
img
গ্রীষ্মকালীন ছুটিতে পাহাড় বা সমুদ্রে গেলে মনে রাখুন ৫ জরুরি নিয়ম Apr 21, 2025
img
বিমানে উঠলেই বমি পায়, কিভাবে পাবেন সমাধান? Apr 21, 2025
img
পিসিবির বিরুদ্ধে অভিযোগ তুললেন গিলেস্পি, মেলেনি পারিশ্রমিক Apr 21, 2025
img
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান নারী দল Apr 21, 2025
img
বজ্রপাতের সময় করণীয় Apr 21, 2025
img
নির্বাচন নিয়ে সরকার নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এগোচ্ছে: ধর্ম উপদেষ্টা Apr 21, 2025
img
ইতিহাসে প্রথম মানব-রোবট হাফ ম্যারাথন Apr 21, 2025
img
বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী Apr 21, 2025
img
ইসরায়েলি জনগণের যুদ্ধবিরোধী অবস্থান, নেতানিয়াহুর যুদ্ধপিয়াসী মনোভাব Apr 21, 2025