চলমান কোয়ালিফায়ার থেকে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। বাংলাদেশসহ পাঁচটি ম্যাচে টানা জয় পেয়ে তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে আসন্ন আইসিসি নারী বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তান—এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শনিবার (১৯ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড পরিদর্শনের সময় পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদমাধ্যমের সামনে নকভি বলেন, "পাকিস্তান নারী দল ভারত সফর করবে না, কারণ এরইমধ্যে 'ফিউশন ফর্মুলা' অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ফলে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে বাধ্য হয়েছিল টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। সেই ঘটনার প্রতিক্রিয়া এবার নারী বিশ্বকাপে দেখালেন পিসিবি চেয়ারম্যান নাকভি।
ভারত সফরের পরিবর্তে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, নাকভি জানান, "এ সিদ্ধান্ত আয়োজক দেশের হাতে, তবে পাকিস্তান কোনোভাবেই ভারত সফর করবে না।"
নারী দলের সাফল্যের প্রশংসা করে নাকভি বলেন, "দলটি একটি ইউনিট হিসেবে খেলেছে বলেই এমন ফলাফল এসেছে। তারা পুরো টুর্নামেন্টে দারুণ ছিল এবং অবশ্যই তাদের পুরস্কৃত করা হবে। তারা তার যোগ্য।"
উল্লেখ্য, ফাতিমা সানার নেতৃত্বে পাকিস্তান দল কোয়ালিফায়ার পর্বে একটিও ম্যাচ না হেরে দারুণভাবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দলের অন্যতম সাফল্যের মুহূর্ত ছিল থাইল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের জয় এবং শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়।
আরএ