যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আগ্রহী দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিংয়ের স্পষ্ট বক্তব্য— কেউ যেন এমন কোনও চুক্তিতে না যায়, যা চীনের স্বার্থের ক্ষতি করে।
সোমবার (২১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনার সময়েই এই কড়া বার্তা দিয়েছে বেইজিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "চীন চায় সব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে আলোচনা করুক। তবে কেউ যদি আমাদের স্বার্থ ক্ষুণ্ন করে কোনও চুক্তি করে, তাহলে চীন তার দৃঢ় বিরোধিতা করবে এবং সঠিক জবাব দেবে।"
এই সতর্কবার্তা এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত রাখতে চাপ দিচ্ছে। এদিকে প্রায় ৫০টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাস সংক্রান্ত আলোচনা শুরু করেছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরই মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে সফর করেছেন, যাতে আঞ্চলিক সম্পর্ক মজবুত করে যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান জোরালো করা যায়।
ভিয়েতনামের একটি পত্রিকায় লেখা প্রবন্ধে শি জিনপিং উল্লেখ করেছেন, "বাণিজ্য যুদ্ধ ও শুল্ক যুদ্ধের কোনও বিজয়ী নেই।"
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার এই প্রেক্ষাপটে চীনের হুঁশিয়ারি বৈশ্বিক বাণিজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে পারে।
এসএস/এসএন