সোহানের হুঁশিয়ারি: ‘এইভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটও শেষ হয়ে যাবে’

দিন দিন ডুবছে বাংলাদেশের ক্রিকেট। আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট না থাকা এবং প্রতিভা তুলে আনার কাঠামোর দুর্বলতাকে এর বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। এবার খুলনার ক্রিকেট নিয়ে সরব হলেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়ীক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা।”

সোহান জানান, প্রায় এক দশক ধরে খুলনায় কোনো লিগ বা ঘরোয়া টুর্নামেন্ট হয়নি। বিভিন্ন সময়ে চেষ্টা করা হলেও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির বাধার কারণে ব্যর্থ হয়েছে উদ্যোগগুলো। যার ফলে খুলনার বহু প্রতিভাবান তরুণ ক্রিকেটারের ক্যারিয়ার থমকে গেছে।

উইকেটকিপার-ব্যাটার সোহান আশঙ্কা প্রকাশ করে বলেন, “এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।”

সোহানের এই খোলা চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।


এসএস/এসএন

Share this news on: