নিরাপদে পথচারী পারাপারে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু
মোজো ডেস্ক 12:51PM, Apr 21, 2025
ঢাকায় ট্রাফিক নিরাপত্তা বাড়াতে শুরু হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’। রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কার্যক্রম রোববার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে, চলবে ৮ মে পর্যন্ত।
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পিক আওয়ারে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বসানো হয়েছে পোর্টেবল ট্রাফিক লাইট ও পুশ বোতাম। থাকছে ট্রাফিক পুলিশের নজরদারিও।
এ উদ্যোগের মাধ্যমে পথচারী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যানবাহন চালকদের ট্রাফিক সিগনাল অনুসরণ, স্টপ লাইনের আগে থামা এবং জেব্রা ক্রসিংয়ে গাড়ি না থামানোর অনুরোধ জানানো হয়েছে। পথচারীদের নির্ধারিত ক্রসিং ব্যবহার, ট্রাফিক পুশ বোতাম চাপা এবং সবুজ আলো না আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিয়েছে ডিএমপি।
পাইলট প্রকল্পের কার্যকারিতা বিশ্লেষণ করে ভবিষ্যতে ঢাকার অন্যান্য এলাকায়ও এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।