বাল্টিক সাগরের ওপরে ন্যাটোর আকাশসীমায় দু’দফায় রাশিয়ার গোয়েন্দা বিমান শনাক্ত করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (রাফ)। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ ও ১৭ এপ্রিল রুশ ইলিউশিন আইএল-২০এম ‘কুট-এ’ গোয়েন্দা বিমান ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করলে রাফের টাইফুন যুদ্ধবিমানের জোড়া পাঠিয়ে সেগুলোকে বাধা দেওয়া হয়। এর মধ্যে একটি উড্ডয়ন করে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল থেকে।
এই অভিযানগুলো পরিচালিত হয় পোল্যান্ডের মালবর্ক এয়ারবেস থেকে, যা ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় যুক্তরাজ্যের অংশীদারিত্বের অংশ।
ন্যাটো ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটছে বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, রাশিয়ার এসব গোয়েন্দা মিশন ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের কৌশল হতে পারে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, “ন্যাটো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত। রাশিয়ার যেকোনো অপ্রত্যাশিত কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ ও প্রতিহত করা হবে।”
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই যুক্তরাজ্য পোল্যান্ডে মোতায়েন করেছে ছয়টি টাইফুন জেট ও ২০০ সেনাসদস্য।
এসএস/এসএন