স্বাধীনতার ৫৪ বছর পরেও টাঙ্গাইলের মির্জাপুর-দেলদুয়ার উপজেলার দুটি গ্রাম উন্নয়নের ছোঁয়া পায়নি। এই দুই গ্রামে হাজারো মানুষের বসবাস হলেও, রাস্তার নিচু অবস্থানের কারণে প্রতি বছর বন্যায় গ্রামবাসী ভোগান্তি পোহায়। বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, যা এলাকার মানুষের জন্য একটি বড় সমস্যা।
এ সমস্যার সমাধানে, গত ৫ বছর ধরে মির্জাপুর-দেলদুয়ার উপজেলার গবড়া ও ডুবাইল গ্রামের বাসিন্দারা সাপ্তাহিক মুষ্টি চাল তুলছেন এবং সেই চাল বিক্রির টাকায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করছেন।
এলাকার বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকে তারা কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি। রাস্তায় পানি জমে ৪ থেকে ৫ মাস থাকে, ফলে স্কুল-কলেজে যাওয়ার জন্য এবং অসুস্থদের হাসপাতালে নেওয়ার জন্য চরম কষ্ট হয়। তাই, তারা নিজেদের উদ্যোগে রাস্তা নির্মাণ করছেন। ৫ বছর ধরে মুষ্টির চাল তুলে এবং সেগুলোর টাকা দিয়ে দুই মাস আগে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
ডুবাইল গ্রামের সুজাত আলী জানান, তাদের গ্রাম দেলদুয়ারের শেষ প্রান্তে হওয়ায় সেখানে কোনো উন্নয়ন হয়নি। প্রশাসন বা সরকারের কাছ থেকে কোনো সহায়তা না পাওয়ায় তারা নিজেদের উদ্যোগে মুষ্টি ফান্ডে টাকা সংগ্রহ করে এক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন।
গবড়া গ্রামের আতিক মিয়া বলেন, তারা তাদের যুব সমাজ ও মুরুব্বিদের সহযোগিতায় রাস্তার কিছু অংশ তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে টাকা শেষ হয়ে যাওয়ায় বাকি কাজ সম্পূর্ণ করতে পারছেন না।
দেলদুয়ার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম জানান, গ্রামবাসীর চাল তুলেও রাস্তা নির্মাণের বিষয়ে তিনি জানতেন না। তিনি বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
এসএস/এসএন