ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়েছেন তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। স্ট্যাটাসে তিনি লেখেন, "হাসতে গেলেও ভাবতে হবে"—যা সামাজিক মাধ্যমে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়। ধারণা করা হচ্ছে, হিমি রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনাকে ইঙ্গিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দায়ের করা মামলায় সোমবার (২১ এপ্রিল) ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে, বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি করাকে কেন্দ্র করে। এতে পারভেজের সঙ্গে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসা হলেও ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে একটি গ্রুপ ঘিরে ফেলে।
সেখানেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে পারভেজ গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘিরে তরুণ সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, মতপ্রকাশ, হাসাহাসি, বা সাধারণ সামাজিক আচরণ নিয়েও এখন চিন্তা করতে হচ্ছে—যা হিমির স্ট্যাটাসেও প্রতিফলিত হয়েছে।
এসএস/এসএন