'যারা বলছে রাজ্যে শিল্প নেই, তাদের আজ দেখা উচিত'

ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে। বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও প্রায়শয়ই রাজ্যে শিল্প, কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সোমবার (২১ এপ্রিল) শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কুৎসা জবাব দিলেন ঘাটালের তারকা সাংসদ দেব।

রাজ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেব। শালবনিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারকা সাংসদ বলেন, “মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেকদিন রূপায়ণ হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ আজ। যারা বলছে রাজ্যে শিল্প নেই, কিছু হচ্ছে না, তাদের আজ দেখা উচিত। ১৬০০ মেগাওয়াটের থার্মাল প্ল্যাট হচ্ছে। কত বড় রাজ্যের লাভ হচ্ছে, তা দেখা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী ব্যবসা, চাকরি নিয়ে ভাবছে তা আজ প্রমাণ হয়ে গেল। অনেকে কাজ পাবেন। উন্নয়ন হবে। কর্মসংস্থান হবে। আমি মেদিনীপুরের ছেলে। এই কাজটি মেদিনীপুরেই হচ্ছে তাই খুব খুশি।” সজ্জন জিন্দলকে শুভেচ্ছা জানিয়ে দেব আরও বলেন, “আমি আশা করি আরও বড় শিল্পপতি রাজ্যে আসবেন। কাজ করবেন। রাজ্যের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব।”

উল্লেখ্য, চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট হবে। যার খরচ ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রজেক্ট আর হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী। ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও এদিন মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025
img
ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের Apr 21, 2025
img
বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 21, 2025