ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ওই মাওবাদী বিদ্রোহীরা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

ঝাড়খণ্ড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেন্দ্র কুমার ঝা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সোমবার ভোরের দিকে খনিজ-সমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ভোরের দিকে শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে অন্তত ৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। সংঘর্ষস্থলে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ ‍কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী। এছাড়া একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ৪০০ জনের বেশি মাওবাদী যোদ্ধা নিহত হয়েছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।

চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত। মাওবাদীরা স্থানীয় বাসিন্দাদের জন্য জমি, চাকরি এবং ওই অঞ্চলের অপরিসীম প্রাকৃতিক সম্পদের মালিকানা দাবি করে।

মাওবাদী বিদ্রোহীরা ভারতের পূর্ব এবং দক্ষিণাঞ্চলজুড়ে কয়েকটি প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে লড়াই করছে। ২০০০ এর দশকের গোড়ার দিকে মাওবাদীদের এই আন্দোলন ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে ও সংগঠনটিতে ব্যাপক জনবল অন্তর্ভুক্ত করা হয়।

এরপর নয়াদিল্লি ‘‘রেড করিডোর’’ নামে পরিচিত ওই অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করে। এই সংঘাতে দেশটির সরকারি বাহিনীও বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছে। গত জানুয়ারিতে রাস্তার পাশে মাওবাদীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ ভারতীয় সৈন্য নিহত হন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025
img
‘কুলি’ বনাম ‘ওয়ার টু’ ,বক্স অফিসে হাজার কোটি রুপি ক্লাবে পৌঁছাবে কে? Jul 03, 2025
img
স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম ব্যবহার বাতিল Jul 03, 2025
img
শুটিং শেষ, নভেম্বরেই বড় পর্দায় আসছে ধানুশ-কৃতির ‘তেরে ইশক মেঁ’ Jul 03, 2025
img
জুলাই ও লড়াই এ দুটো শব্দ এখন সমার্থক : মাহফুজ আলম Jul 03, 2025
img
নতুন ত্রিকোণ প্রেমের গল্পে আয়ুষ্মান, সারা ও ওয়ামিকা Jul 03, 2025
img
'ওয়ার ২' এর মঞ্চে এক সাথে দেখা যাবে না হৃতিক-এনটিআরকে Jul 03, 2025
img
সকল স্কুল-কলেজে জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ Jul 03, 2025
img
অজিতের নতুন সিনেমা কোন ঘরানার তা নিয়ে ভক্তদের জল্পনা Jul 03, 2025