বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিছুদিন আগে নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হন। এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবার নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠ এসেছে এ তথ্য।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্বশী বলেন, উত্তরে আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও চাই! তিনি দাবি করেন, বদ্রিনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তার নামাঙ্কিত ‘উর্বশী মন্দির’!
তার এ মন্তব্যকে অনেকে উড়িয়ে দিতে চাইলেও নেটিজেনদের একাংশ ক্ষেপেছেন। কারণ, ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামে মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন।
এরপর তিনি দাবি করেন, এবার দক্ষিণেও আমার নামে মন্দির চাই। ওখানে অনেক ছবিতে কাজ করেছি।
অভিনেত্রীর এমন দাবি শুনে ক্ষোভে ফেটে পড়েন উত্তর ভারতের পুরোহিতরা। শনিবার (২০ এপ্রিল) তারা অভিনেত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। তবে ক্ষমা চাইলেও সহজে মুক্তি মিলছে না অভিনেত্রী। ইতোমধ্যেই উর্বশীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন উত্তর ভারতের পুরোহিতরা।
এ প্রসঙ্গে একজন পুরোহিত বলেন, অভিনেত্রী সস্তা প্রচার করতে গিয়ে এই ধরনের বিবৃতি দিয়েছেন। তিনিও উত্তরাখণ্ডের বাসিন্দা। তার এ বিষয়ে ধারণা থাকা উচিত। স্থানীয়দের সাংস্কৃতিক-ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে তাকে আরও ওয়াকিবহাল হতে হবে।
তিনি যোগ করেন, যতই তারকা হোন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার তার নেই। যদি পুলিশ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে দুই সংগঠন একজোট হয়ে পদক্ষেপ নেওয়ার কথা ভাববে।
অভিযোগের বিষয় নজর এড়ায়নি অভিনেত্রীর। উর্বশীর টিমের তরফ থেকে এক বিবৃতি জানানো হয়েছে, অভিনেত্রী বলেছিলেন উত্তরাখণ্ডে তার নামে একটি মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরটির নাম ‘উর্বশী রাউতেলা মন্দির’। বর্তমানে কেউ আর ঠিকমতো কথা শোনেন না। তারা শুধুমাত্র ‘উর্বশী’ এবং ‘মন্দির’ শব্দ দুটি শুনেছেন। আর তা দেখেই ধরে নিয়েছেন অভিনেত্রী নিজেকে দেবী বলে দাবি করেছেন। দয়া করে নিজের মতামত দেওয়ার আগে ভিডিওটি ভালো করে দেখুন।
এমআর/টিএ