পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত আসা বাংলাদেশি কিশোরের নাম মিজানুর রহমান (১৬)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর থানার কালাই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। (২১ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত এলাকায় পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। এতে ১০৯৪ ব্যাটালিয়ন বিএসএফের সুন্দর ক্যাম্পের ইন্সপেক্টর অজিত ও বিজিবির পলিয়ানপুর বিওপির সুবেদার সাইফুল ইসলাম নেতৃত্ব দেন।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান, মিজানুর রহমান অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেলে বিএসএফ হাতে আটক হন।বিএসএফ কিশোরকে ফেরত দেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়।সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর কিশোরকে ফেরত আনা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ওই কিশোরকে যশোর জাস্টিন অ্যান্ড কেয়ারে পাঠানো হয়েছে। 

 এমআর/টিএ


Share this news on: