ঝিনাইদহের কালীগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ শিখা রাণী দাস (৩০) নামের এক নারীকে আটক করেছে।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের ঢাকালে পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক শিখা রাণী দাস ওই এলাকার উজ্জল দাসের স্ত্রী।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ঢাকালে পাড়া এলাকার উজ্জল দাসের বাড়ি থেকে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। সে সময় মাদক কারবারি উজ্জল দাস ও তার ভাই উত্তম দাসকে বাড়িতে পাওয়া যায়নি।
অভিযানের সময় ঝিনাইদহ আর্মি ক্যাম্পের মেজর আসিব, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দিনসহ বিপুলসংখ্যক সেনা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এসএম