নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গত সাত বছর ধরে কুইন্সের অ্যাস্টোরিয়ায় একটি এক বেডরুমের ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। এদিকে সিটির মেয়রদের জন্য রয়েছে বিলাসবহুল বনেদি বাড়ি ‘গ্রেসি ম্যানশন’।
তবে সরকারি বাসভবনে থাকা প্রসঙ্গে এখনো মুখ খোলেননি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মতাদর্শের এ নেতা। উল্টো ধোঁয়াশায় রেখে জানালেন, স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে।
বিজয় ঘোষণার পর বুধবার সকালে সাংবাদিকরা মামদানির কাছে জানতে চান, তিনি মেয়র বাসভবনে কবে যাচ্ছেন।
প্রথমে রসিকতার ছলে প্রশ্নটি এড়িয়ে গেলেও পরে জানান, ‘এখন আমার মনোযোগ পুরোটাই ট্রানজিশন টিম গঠনের ওপর। মেয়র বাসভবনে থাকব কি না, পরবর্তীতে স্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। যাই করি সেটি আগে প্রকাশ্যে জানানো হবে।’
ম্যানহাটনের আপার ইস্ট এলাকায় অষ্টাদশ শতকের শেষভাগে নির্মিত হয়েছিল বিলাসবহুল বনেদি বাড়ি গ্রেসি ম্যানশন।
ঐতিহ্যবাহী এ বাড়িটি ১৯৪২ সাল থেকে নিউইয়র্ক সিটির মেয়রের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে স্ত্রী রামা দুয়াজির সঙ্গে কুইন্সে ২ হাজার ৩০০ ডলার ভাড়া দিয়ে এক বেডরুম বিশিষ্ট একটি ফ্ল্যাটে বসবাস করছেন মামদানি।
স্টেইটের আইনপ্রণেতা হিসেবে তার বার্ষিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে হাউজিং কাউন্সেলর পেশায় নিয়োজিত ছিলেন মামদানি। পেশাজীবী হিসেবে আবাসন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার সময় তার নজরে আসে নিউইয়র্ক সিটির উচ্চমূল্যে বাসা ভাড়া, আবাসন সংকট ও আশ্রয়হীনতার মতো সমস্যাগুলো। তার নির্বাচনী ইশতেহারে জয়ী হলে নিউইয়র্কারদের সাশ্রয়ী আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তরুণ এ নেতা।
টিএম/টিকে