'বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন'

৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

সোমবার (২১ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা কমিশনের নজরে এসেছে।

সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, কিছু প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন তাদের ‘মনে হচ্ছে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। এ প্রশ্ন বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন’ ...ইত্যাদি। তারা আরও দাবি করেছে, তাদের সঙ্গে প্রশ্নকারকদের যোগাযোগ হয়েছে, যারা তাদের নিশ্চিত করেছে, ৫ আগস্ট এর পর তারা পিএসসিকে কোনো প্রশ্ন সেট করে দেয়নি।

পিএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ দাবিগুলো সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন এবং এ ধরনের মিথ্যা তথ্য অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। কমিশন বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অনুমান নির্ভর ও অসত্য তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

কোনো বিসিএস পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগ থাকার কথিত বিষয়টিকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। কমিশন মনে করে, কোনো বিসিএস পরীক্ষার্থীর এ ধরনের তৎপরতা অনৈতিক ও অপরাধমূলক এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা কমিশনের সঙ্গে তথ্যের সত্যতা যাচাই না করে বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সংবাদ প্রকাশ ও প্রচার না করে।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারের নিঃশর্ত মুক্তির দাবি Apr 22, 2025
img
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে Apr 22, 2025
img
সরকারি চালসহ আটক হওয়া কৃষক দল নেতা বহিষ্কার Apr 22, 2025
img
মানকি ক্যাপ ও হেলমেট পরে মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল Apr 22, 2025
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 22, 2025
বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা কে এই কিউবা মিচেল? Apr 22, 2025
img
নকশা বহির্ভূত ভবন ভাঙল রাজউক Apr 22, 2025
ট্রাম্পের শুল্ক এড়াতেই কি ভ্যান্সকে দিল্লিতে আনলেন মোদি? Apr 22, 2025
যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের Apr 22, 2025
এনসিপি নেতাদের কটাক্ষ করে যা বললেন রুমিন ফারহানা Apr 22, 2025